|
গাজীপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গু-জ্বরে আক্রান্ত ১০১ জন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গু-জ্বরে আক্রান্ত ১০১ জন আজ মঙ্গলবার (৩সেপ্টেম্বর) দুপুর ১২ টায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২১ জনসহ বর্তমানে ভর্তি রয়েছেন ৫৯ জন রোগী। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং একই উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২৮ জনসহ মোট ৩২ জন চিকিৎসাধীন আছেন। গাজীপুর সদরে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭ জন। এছাড়া টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ বর্তমানে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন,“গাজীপুর জেলার প্রতিটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কীট মজুত রয়েছে। চিকিৎসা ব্যবস্থাও যথেষ্ট রয়েছে। তবে সবচেয়ে জরুরি হলো সচেতনতা।" তিনি আরো বলেন," বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খোলা জায়গায় পানি জমে থাকা বা খোলা বালতিতে পানি ফেলে রাখা যাবে না। এসব বিষয়ে মানুষকে সচেতন করতে প্রতিটি হাসপাতালের সামনে নির্দেশনামূলক সাইনবোর্ড ঝুলানো হয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
