|
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেসরকারি ক্লিনিক ও হোটেলে জরিমানা
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেসরকারি ক্লিনিক ও হোটেলে জরিমানা অভিযানকালে স্মার্ট হসপিটালের বিভিন্ন লাইসেন্স, অনুমোদনপত্র, চিকিৎসা সেবা সংক্রান্ত নথিপত্র ও কার্যক্রম খতিয়ে দেখা হয়। একইসঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মানা এবং চিকিৎসা সরঞ্জামের মান পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সঠিক কাগজপত্র ও যথাযথ পরিবেশ নিশ্চিত থাকায় প্রতিষ্ঠানটির প্রতি সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। শুধু স্মার্ট হসপিটাল নয়, উপজেলার আরও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক, ওষুধের দোকান, খাবার হোটেল ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘বাংলালিংক হোটেল’কে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সতর্কতামূলকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাজারের কয়েকটি খাবার হোটেলকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসা সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
