ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
গাজীপুরে চাকরি জীবনে ইতিহাঁস হলেন পুলিশ কনস্টেবল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 9:50 PM

গাজীপুরে চাকরি জীবনে ইতিহাঁস হলেন পুলিশ কনস্টেবল

গাজীপুরে চাকরি জীবনে ইতিহাঁস হলেন পুলিশ কনস্টেবল

২৫ বছরের টানা কর্মজীবনের ইতি টেনে অশ্রুশিক্ত নিয়নে বিদায় নিলেন পুলিশ কনস্টেবল মো. আফছার উদ্দিন। সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও স্মৃতিতে মোড়া সেই বিদায় হয়ে রইলো ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া এক আনন্দঘন মূহুর্ত। চাকরিজীবনের শুরুটাও করেছিলেন গাজীপুরে, দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিও হলো গাজীপুরের কালীগঞ্জ থানায়।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কালীগঞ্জ থানা প্রাঙ্গণে এক আবেগঘন মূহুর্তের পরিবেশে তাকে সংবর্ধনা দেওয়া হয়। করিডোরের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কনস্টেবল আফছার উদ্দিনকে থানা ভবন থেকে সুসজ্জিত গাড়ি পর্যন্ত নিয়ে যান সহকর্মী পুলিশের সদস্যরা। গাড়িটি আগে থেকেই প্রস্তুত ছিল। এর আগে গত ৩১ জুলাই ছিল মো. আফছার উদ্দিনের চাকরি জীবণের শেষ কর্মদিবস।

বিদায়ী পুলিশ সদস্য মো. আফছার উদ্দিন টাঙ্গাইল জেলা সদর উপজেলার পিচুরিয়া গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনিই বড়। ২০০০ সালের ১২ ফেব্রুয়ারি গাজীপুর আর্মড পুলিশ ব্যাটালিয়নে যোগদানের মাধ্যমে শুরু হয় তার বর্ণাঢ্য কর্মজীবন। এরপর নেত্রকোনা, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা মেট্রোপলিটনসহ দেশের বিভিন্ন জায়গায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেনন তিনি।

শেষ কর্মস্থল ছিলো কালীগঞ্জ থানায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয় গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ আয়োজনের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম, থানার সব এসআই, এএসআইসহ পুলিশের অন্যান্য সদস্যরা। বিদায়ের পূর্বে অনুষ্ঠানিকতার মাধ্যমে আফছার উদ্দিনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধ্বনা জানানো হয়।

কনস্টেবল আফছার বলেন, চাকরি জীবনের শেষে এমন বিদায় পাবো কখনো ভাবিনি। সহকর্মীদের এই সম্মান আমার জীবনের বড় অর্জন। চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের। হয়তো সেটাই তাদের ভালো লেগেছে। গাজীপুর দিয়েই আমার চাকরি শুরু, গাজীপুরেই সমাপ্তি, এটা আমার জন্য গর্বের।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ছেলে বর্তমানে মিরপুর বাঙলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, অপরদিকে মেয়ে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল থেকে সদ্য এসএসসি পাস করে বেরিয়েছেন।

এ বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, আফছার উদ্দিনের সততা, দায়িত্ববোধ ও সহকর্মীসুলভ আচরণ ছিল নজিরস্বরূপ। তার অবসরে যাওয়াকে আমরা শুধু বিদায় নয়, বরং সম্মানের সঙ্গে স্মরণীয় করে রাখতে চেয়েছি মাত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status