|
আলফাডাঙ্গায় জামায়াতের সমাবেশ: জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে থাকার প্রত্যয়
আলমগীর কবির , আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় জামায়াতের সমাবেশ: জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে থাকার প্রত্যয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী বলেন, "গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশকে সত্যিকারের স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সর্বদা মাঠে থাকবে।" আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা মু. কামাল হুসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পৌর আমীর প্রভাষক মু. ওয়াহিদুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মু. মোঃ মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, ছাত্রশিবিরের দায়িত্বশীল মু. জাবেদ হোসেন এবং ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ মুয়াজ হোসেনসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং এই আন্দোলনের সফলতা কামনা করে মোনাজাত করেন। আলমগীর কবির, আলফাডাঙ্গা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
