ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্যের ইঙ্গিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 July, 2025, 6:46 PM

হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্যের ইঙ্গিত

হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্যের ইঙ্গিত

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের রহস্যময় মৃত্যু ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সম্প্রতি তার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ড্যানিশ মকসুদ যে তথ্য দিয়েছেন, তাতে তদন্তে নতুন মোড় এসেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

ড্যানিশ দাবি করেছেন, হুমায়রা নিখোঁজ হওয়ার পরও তার মোবাইল ফোনে অস্বাভাবিক ডিজিটাল কার্যকলাপ দেখা গেছে। তিনি জানান, সর্বশেষ তাদের মধ্যে কথা হয় ২০২৪ সালের ২ অক্টোবর। কিন্তু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘লাস্ট সিন’ দেখা যায় ৭ অক্টোবর পর্যন্ত। বিষয়টি সন্দেহজনক মনে করছেন ড্যানিশ, কারণ ফোনটি হয়তো তখনও সক্রিয় ছিল অথবা অন্য কেউ সেটি ব্যবহার করছিল।

হুমায়রার কোনো খোঁজ না পেয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নিখোঁজ সংক্রান্ত তথ্য জানিয়ে। এর ঠিক পরদিন, ৬ ফেব্রুয়ারি, তিনি লক্ষ্য করেন— হুমায়রার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।

ড্যানিশ মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করার চেষ্টা হতে পারে, এবং হুমায়রার ফোনে প্রবেশাধিকার ছিল এমন কেউ হয়তো এই কাজ করেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে তিনি স্ক্রিনশটসহ যাবতীয় ডিজিটাল প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দিয়েছেন। করাচির ডিআইজি (দক্ষিণ) আসাদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

তদন্তকারীরা এখন ফোন রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও অন্যান্য ডিজিটাল ক্লু বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status