|
রাঙ্গামাটি শহরের হাসপাতাল চত্বরে কর্মরত এক সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাঙ্গামাটি শহরের হাসপাতাল চত্বরে কর্মরত এক সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘটনার সূত্রপাত ও মর্মান্তিক পরিণতি জানা যায়, দেবাশীষ নগর, ০৮ নং ওয়ার্ড, এলাকার বাসিন্দা সাথী বড়ুয়া গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। অসুস্থতার কারণে গতকাল রাতে নির্ধারিত নাইট ডিউটিতে অপারগতা প্রকাশ করে তিনি ৬ দিনের সিএল ছুটি নেন। ছুটি মঞ্জুর হলেও তাকে মাসের শেষ তিনদিন নাইট ডিউটি করার নির্দেশনা দেওয়া হয়। অসুস্থতা বাড়লে শুক্রবার ভোররাতে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অন্যান্য নার্স সহকর্মীদের সাক্ষাৎ ও ভিড়ে তিনি কিছুটা বিরক্ত হন। এরপর তিনি জরুরি বিভাগের সামনে রুম নং-১৬, নার্সেস চেঞ্জিং রুমে বিশ্রামের জন্য আসেন। দুপুর আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিউটিতে থাকা অন্য সিনিয়র নার্স সাধণা চাকমা ওয়াশরুমের জন্য চেঞ্জিং রুমে ঢোকার চেষ্টা করলে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে গেলে সাধণা চাকমা দেখেন রুমের বাতি বন্ধ। কারণ দেখতে গিয়ে তিনি দেখতে পান, জানালার সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সাথী বড়ুয়া।মর্মান্তিক এই দৃশ্য দেখে সাধণা চাকমা চিৎকার শুরু করলে হাসপাতালের অন্যান্য স্টাফ ও কর্মীরা চেঞ্জিং রুমে ছুটে যান। পুলিশের তদন্ত ও পারিবারিক তথ্য ঘটনার পর পরই থানায় খবর দেওয়া হলে কোতোয়ালি থানার ওসি ও টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম লাশটি ময়নাদন্তের জন্য জানালা থেকে নামিয়ে হাসপাতালে রাখার নির্দেশনা দেন। নিহত নার্সের স্বামী সুমন বড়ুয়া-এর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে খাওয়ার অনিহা, শরীর ঝালা পোড়া সহ অস্থিরতা নয়ে ভুগছিলেন। তিনি বারবার তাকে হাসপাতালে ভর্তির জন্যেও অনুরোধ করেছিলেন। এই মানসিক অবসাদ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
