নোয়াখালীতে আমেরিকান প্রবাসীদের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 4:53 PM
নোয়াখালীতে আমেরিকান প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম পাটোয়ারীর সন্তান নুর মোহাম্মদ বাবুর উদ্দ্যেগে ও অন্যান্যদের সহযোগিতায় নুর আলম পাটোয়ারী টিপুর নেতৃত্বে ইউনিয়নের বানবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পাচ শতাধিক পরিবারের মধ্যে চাল, পেয়াজ, রসুন, তেল, লবন, হলুদ, মরিচ ও মশুর ডাল এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আমেরিকান প্রবাসীদের এই উদ্দ্যেগকে সাধুবাধ জানিয়ে তারা বলেন, আমরা এই অসহায় পরিবার গুলোর পাশে থাকতে পেরে আনন্দবোধ করছি। এইছাড়াও বন্যা পরবর্তীতে পুনর্বাসনের জন্য যত সহযোগিতা করা দরকার আমরা পাশে থাকবো। বন্যার পরে মানুষের বিভিন্ন রোগের জন্য ফ্রি মেডিক্যাল টিম গঠন করে সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবো।
এই সময় আরো উপস্থিত ছিলেন, আতিক খান, শেখ মোহাম্মদ সুমন, ফরহাদ, সিরাজ, নাবিল, সুজন, জাবেদ আরো অনেকে।