ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 4:50 PM

ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

ত্রাণ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ত্রাণবাহী ট্রাক নোয়াখালী যাওয়ার পথে গত মঙ্গলবার (২৭ আগস্ট) মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পড়েছিল। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমেদ পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 
এরপর সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। এমতবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে তার নিজ এলাকা দিনাজপুরের খানসামা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত পলাশ উপজেলার ভাবকী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাবকী গ্রামের মুন্সিপাড়া এলাকার আক্কাস মিস্ত্রীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনা হওয়ার দুই দিন আগে থেকেই বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেয় শিক্ষার্থীরা। পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে ওই বিভাগের শিক্ষার্থীদের সংগৃহীত তৃতীয় দিনের ত্রাণ ছিল।

ছবির ক্যাপশন: ১.বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ। ২. হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status