ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
যারা ঘাম দিয়া গোসল করে তারা ইতিহাস বদলায়: ব্যারিস্টার সুমন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 February, 2024, 12:29 PM

যারা ঘাম দিয়া গোসল করে তারা ইতিহাস বদলায়: ব্যারিস্টার সুমন

যারা ঘাম দিয়া গোসল করে তারা ইতিহাস বদলায়: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যারা পানি দিয়া গোসল করে তারা জামা বদলায়। আর যারা ঘাম দিয়া গোসল করে তারা ইতিহাস বদলায়। আর আমি যতটা না ঘামছি তার চেয়ে বেশি ঘামছে আমার চুনারুঘাটের মাধবপুরের মানুষ। এখন ইতিহাস বদলানোর সময়।



শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুমন বলেন, ‘আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিসহ যারা অতিথি হয়ে নিজেদের কাজকর্ম ফেলে এসেছেন তাদের ঋণ পরিশোধ করতে পারব কিনা জানি না। তবে যদি কখনো সুযোগ পাই, চেষ্টা করব প্রাণ দিয়ে হলেও তাদের ঋণ পরিশোধ করার।’

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে সুমন বলেন, ‘রিচিতে আমার শ্বশুর বাড়ি। ওখানে আপনারা ৮৩ কোটি টাকার প্রজেক্ট করছেন। ওই সময় আমি এমপি ছিলাম না তবে এমপি থাকলে শ্বশুরবাড়ি থেকে ৮৩ কোটির ২০ কোটি হইলেও আমার এলাকায় নিয়ে আসতাম।’

সুমন আরও বলেন, ‘আমি পলক ভাইকে বলব, ভাই আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি। প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি। আপনি আমাকে যদি সহযোগিতা না করেন আমার আর জায়গা থাকে না। আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি প্রডাক্ট অফ ফেসবুক যদিও হই, আসলে আমি প্রডাক্ট অফ শেখ হাসিনা। কারণ তিনি যদি এই ডিজিটালাইজড না করতেন তাইলে আমি এ ৭-৮ মিলিয়ন ফলোয়ার নিয়া এইভাবে একটা বিপ্লব ঘটাতে পারতাম না।’

এ সময় সদর আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরকে উদ্দেশ্যে বলেন, ‘আপনি যেভাবে সুনামির মতো টান দিয়া সব হবিগঞ্জ সদরে নিয়ে যান। আল্লাহর ওয়াস্তে এইবার চুনারুঘাট মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি আমি যেহেতু আপনার মেয়ের জামাই, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তাহলে আপনার মেয়ের সঙ্গে কিন্তু আমার ঝামেলা হবে। আমি বইলা দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে।

স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এমপি আবু জাহির, ব্যারিস্টার সুমন ও ময়েজ উদ্দিন শরীফ।

স্থানীয় তরুণদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এ সমাবেশের আয়োজন করেন ব্যারিস্টার সুমন। সমাবেশে তরুণদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ও তৌহিদ আফ্রিদি, গায়ক তাসরিফ খান, সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status