ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Thursday, 27 November, 2025, 5:17 PM

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স'রা উপস্থিত ছিলেন।

তাদের ৮ দফা দাবিগুলো নিম্নে তুলে ধরা হলো,

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন।

২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।

৩. নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতি ও সুপারনিউমেরারী পদোন্নতি নিশ্চিত করা।

৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটি ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।

৫. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু।

৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

৭. নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।

৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স–মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা মানুষের জীবন রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই অধিদপ্তরকে বিলুপ্ত বা একীভূত করা নয়, বরং আরও শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি। তাঁরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status