|
খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার: মাওলানা আবুল কালাম আজাদ গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারুল্লাহ মন্ডল বাড়ি, মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাইমারি স্কুল, চকরি–বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ, আসাননগর হাই স্কুল, আলোকদীপ হাই স্কুল, জকারুল্লাহ শীল বাড়ি ও মধুখালী বিকাশের দোকানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের কাছে ছুটে যান এবং তাদের খোঁজ-খবর নেন। অবহেলিত শিক্ষা ব্যবস্থা ও অরক্ষিত বেড়িবাঁধ দূর করা সময়ের দাবি গণসংযোগের বিভিন্ন সমাবেশে বক্তৃতাকালে মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। তিনি বলেন, “দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল সুয়েজগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি।” তিনি উল্লেখ করেন, এসব মৌলিক সমস্যা সমাধান না হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক মুক্তি সম্ভব নয়। বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই লক্ষ্য আগামীর পথরেখা নিয়ে কথা বলতে গিয়ে এই সংসদ সদস্য পদপ্রার্থী তার উন্নয়ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জনমুখী উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করতেই আমি কাজ করতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ এ এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার।” পরিবর্তন প্রত্যাশী মানুষের সমর্থন কামনা করে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, তিনি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। “দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
