|
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি বিপুল সিকদার। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, মুহা: জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার মাসুদ আলী, সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য আন্ত: কলেজ ফুটবল খেলাট সমাপনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজ বনাম ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ। খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ ভালুকা চাঁদপুর আদর্শ কলেজকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
