ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 27 November, 2025, 7:42 PM

গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন

গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন

গাজীপুরে হাজী মো: মনসুর আলী সরকার একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭নভেম্বর) মহানগরীর বাসন সরকারবাড়ি সরকের মুন্সিবাড়ি এলাকায় বিদ্যালয়ের নিজস্ব ভবন চত্বরে দিনব্যাপী আয়োজিত নানা ইভেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হালিম সরকার ও পরিচালক আব্দুল মতিন সরকার।

এর আগে এদিন সকাল থেকে দুপুর অবদি শিক্ষার্থীদের নানা প্রকার নৈতিক ও সামাজিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী। এরপর শিক্ষার্থীদের মানসিক বিকাশের চেতনায় নানা প্রকার খেলা ধুলা, মুক্ত -ছড়া, কবিতা ও গান পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছারা বাদ্যের তালে তালে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পৃথক পৃথক অংশগ্রহণে ঐতিজ্যবাহী চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সভাপতি ও পরিচালক সকলে মিলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এতে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকেরাও। দুপুরের পর শিক্ষক শিক্ষার্থীরা মিলিত হয়ে রং ছড়াছড়ি করে মেতে উঠেন আনন্দোৎসবে। দিনটি স্বরণীয় করে রাখতে কেক কর্তনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লীষ্টরা অত্যন্ত আন্তরিকতার সহিত মাতৃস্নেহে পাঠদান করে থাকেন শিক্ষার্থীদের। মানসিক বিকাশের জন্য মনোরম প্রাকৃতিক পরিবেশে রয়েছে খেলাধুলা ও শরীরচর্চার জন্যে বিশাল পরিসরের এক মাঠ।

অভিভাবকরা জানান, যেখানে বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানেই কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্যে খেলাধুলার মাঠ তেমন একটা নজড়ে আসেনা। বিপরিতে হাজী মনসুর আলী সরকার একাডেমী অভিভাবকদের দৃষ্টিগোচর হয়েছে। 

যেখানে দূষণমুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে, "প্লে থেকে অষ্টম শ্রেণী" অবদি অধ্যয়নের এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলে অভিভাবকেরা স্বতঃস্ফূর্ত এ প্রতিষ্ঠানে সন্তানদের অধ্যয়নের সিদ্ধান্তও গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যও কামনা করেন অভিভাবকেরা।

সভাপতি ও শিক্ষকরা জানান, আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি লাঘবে ২০১৪ সালে নিজস্ব পতিত জায়গায় গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। প্রায় একযুগ হতে চলেছে সরকারি সুযোগ-সুবিধা না পেলেও ব্যক্তি উদ্যোগে নামমাত্র মাসিক বেতনে স্থানীয় প্রতিষ্ঠানটি এগীয়ে চলেছে শিক্ষার আলো ছড়াতে। 

এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্যে রাখা হয়েছে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ সুবিধা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status