|
শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে মিছিল নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা, ধাক্কাধাক্কি
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে মিছিল নিয়ে জুলাই মঞ্চের কর্মীরা, ধাক্কাধাক্কি বিকেল সাড়ে ৪টার দিকে ‘গানের আর্তনাদ’ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। শুরুতে শিল্পী অরূপ রাহী স্বাগত বক্তব্য দেন। এরপর শিল্পী কৃষ্ণকলি ইসলামকে বক্তব্যের জন্য আহ্বান জানান সঞ্চালক। তখন জুলাই মঞ্চের ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসেন। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের সঙ্গে থাকা মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তি দাবির বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়। ‘গানের আর্তনাদ’ কর্মসূচির আয়োজক ‘সম্প্রীতি যাত্রা’র কর্মীরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুই পক্ষের নেতা–কর্মীদের ধাক্কাধাক্কি চলার মধ্যে জুলাই মঞ্চের কর্মীদের একটি অংশ ‘গানের আর্তনাদ’ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চের বাঁশ ধরে টানাটানি করলে মঞ্চের পেছনে টাঙানো ব্যানারটি পড়ে ভেঙে যায়। এ সময় সম্প্রীতি যাত্রার কর্মীরা ব্যানারটি আবার তুলে ধরেন। এরপর সম্প্রীতি যাত্রার কর্মীরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আবারও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে জুলাই মঞ্চের নেতাকর্মীদের মাইক রিকশা থেকে পড়ে যায়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে জুলাই মঞ্চের নেতা–কর্মীরা সেখান থেকে সরে যান। এরপর ‘গানের আর্তনাদ’র কার্যক্রম আবার শুরু হয়। আলোচনা পর্ব শেষে তারা বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
