|
তাড়াশে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে খনন করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝুরঝুরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলার ঝুরঝুরি গ্রামের মাঠে একই গ্রামের বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে গোলাম মোস্তফা নামের জনৈক্য ঠিকাদার অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান অভিযান পরিচালনা করে ঠিকাদার গোলাম মোস্তফা কে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে নগদ এক লাখ জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। গোলাম মোস্তফা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা ফেরত দেয়ায় মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই অভিযান পরিচালনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
