দীঘিনালা পরিদর্শনে জেলা প্রশাসক আনোয়ার শাহাদাতউপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা
মোঃ লোকমান হোসেন ,দীঘিনালা
প্রকাশ: Thursday, 27 November, 2025, 5:21 PM
দীঘিনালা পরিদর্শনে জেলা প্রশাসক আনোয়ার শাহাদাতউপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দীঘিনালা উপজেলা পরিদর্শনে আসেন।দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নামুল হাসানের সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন মেজর মো. আকিব মল্লিক-দীঘিনালা জোন, ডা. তন্ময় তালুকদার- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মো. শাহাদাত হোসেন-উপজেলা কৃষি কর্মকর্তা, শফিকুল ইসলাম- সভাপতি, উপজেলা বিএনপি, আল আমিন- সভাপতি, দীঘিনালা প্রেসক্লাব, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা।
সভায় জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত বলেন—দীঘিনালার প্রকৃতি যেমন মোহময়, এখানকার মানুষের হৃদয়ও তেমনই শান্তিপ্রিয়। বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই পাহাড়ে শান্তি ও সম্প্রীতির যে ধারা রয়েছে, তা ধরে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি আরও যোগ করেন—স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও কৃষি খাতে দীঘিনালাকে আরও এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে স্থানীয়রা এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সেবার মানোন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।