|
গাজীপুরে পরকীয়ার প্রতিবাদে স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে পরকীয়ার প্রতিবাদে স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার রিপা আক্তার বেদনার বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভূগী স্ত্রী শারমিন জামালপুর সদর উপজেলার পাথরচর মুন্সিবাড়ি এলাকার হুমায়ুনের স্ত্রী। তাঁরা উভয়ে (স্বামী-স্ত্রী) শ্রীপুর পৌরসভা'র ৪নং ওয়ার্ডের ভাঙ্গাহাটি গ্রামের মৃত সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় কাজ করে জিবিকা নির্বাহ করে আসছেন। শারমিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর স্বামী হুমায়ুন বাড়ির মালিক রিপা আক্তার বেদনার সঙ্গে পরকীয়ায় জড়িত রয়েছেন। বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করতেই বিপত্তি বাঁধে। উভয়ের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ভুক্তভোগী শারমিন বলেন, “আমার স্বামী বাড়ির মালিকের সঙ্গে পরকীয়ায় জড়িত। এর প্রতিবাদ করায় আমার স্বামী ও বাড়ির মালিক রিপা আক্তার বেদনা মিলে আমাকে হাত-পা বেঁধে তিন দিন ধরে মেরে ফেলার চেষ্টা করে আসছেন। আমার পুরো শরীরে আঘাঁতের চিহ্ন রয়েছে। গতকাল রাতেও আমাকে মারার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে আমি ৯৯৯-এ ফোন করি। পুলিশ ঘটনাস্থলে আসলে স্বামী পালিয়ে যায়।” তিনি আরও জানান, গত রাতে মারধরের পর স্থানীয় বিএনপি নেতা বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। আজ সকালে তিন সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান। এ বিষয়ে বাড়ির মালিক রিপা আক্তার বেদনা বলেন, আসলে মারধরের কোন ঘটনা ঘটেনি। আমি তাদের কাছে টাকা পাই। আমার কাছ থেকে ধার নিয়েছিল। টাকা চাওয়ার কারণে বিভিন্ন মিথ্যা অভিযোগ করছে। টাকা না দেওয়ার জন্য এমনটা করছে। শারমিনের স্বামী স্থানীয় সিআরসি কারখানায় কাজ করেন। স্থানীয় বিএনপি নেতা আজগর আলী এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে অভিযুক্ত পলাতক স্বামী হুমায়ুনের বক্তব্যও পাওয়া যায়নি। এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্কা ডা: শফিকুল ইসলাম বলেন, সকালে শারমিন নামে একজন রোগী হাসপাতালে এসেছিলো। তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
