|
পিরোজপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক: নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় আসন্ন নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। জেলা প্রশাসক বলেন, প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
