|
শ্রীবরদীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার'স কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীবরদীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার'স কর্মশালা অনুষ্ঠিত সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এবং ময়মনসিংহ আঞ্চলিক অফিসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহামেদ বলেন, এসডিএফ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো গেলে দারিদ্র্য নিরসন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগগুলো মাঠপর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।আরো বক্তব্য রাখেন শ্রীবরদী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাসুমা মমতাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মেহেদী হাসান, কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ প্রতিনিধি, কমিউনিটি সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজওহয়েছিল করার অঙ্গীকার ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
