ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শতবর্ষী বিদ্যালয়ে নেই টয়লেট ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 4:16 PM

শতবর্ষী বিদ্যালয়ে নেই টয়লেট ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

শতবর্ষী বিদ্যালয়ে নেই টয়লেট ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার 'ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়'। বয়সের ভাড়ে নুয়ে পড়েছে বিদ্যালয়টি। বয়স একশ হলেও নেই টয়লেট ব্যবস্থা। পাঁচ বছর আগে সরকারি বরাদ্দের ওয়াশব্লক পেলেও এখানোও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার আর সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় শিক্ষার পরিবেশ থেকে মনযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা।কারণ সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাকৃতিক চাপ পেলেই দেওয়া হয় ছুটি।সেখানে নেই প্রাকৃতিক কাজ সারানোর কোনো উপায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫টি শ্রেণির ৭২ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি। তাদের জন্য রয়েছে ছয়জন শিক্ষিকা। আরও দেখা যায় শ্রেণিকক্ষের একপাশে ওয়াশব্লকের কাজ চলছে। ২০২১ সালে সেই ওয়াশব্লকের কাজ শুরু হলেও কবে শেষ হবে এর কাজ জানেন না কেউ। একটা ভাঙ্গা টয়লেট পানির ব্যবস্থা ছাড়ায় আমরা  (শিক্ষিকারা) সেটা ব্যবহার করছি বলে জানান প্রধান শিক্ষিকা।শুধু তাই নয় আছে নানা রকম সমস্যা। 

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুলে ক্লাসের সময় পায়খানার চাপ আসলে আমাদের বাড়ি চলে যেতে হয়। আর একবার বাড়ি গেলে অনেক দূর থেকে আবার হেটে স্কুলে আসতে ইচ্ছে করে না। পরে বাড়ি থেকে আবার স্কুলে আসতে না পারায় বাকি পড়া থেকে আমরা পিছিয়ে যায়।

প্রধান শিক্ষিকা মোরশেদা পারভীন বলেন, কোনো শিক্ষার্থীর প্রাকৃতিক চাপ দিলে আমরা সেই শিক্ষার্থীকে বাধ্য হয়েই তার নিজ বাড়িতে পাঠিয়ে দিই। কারণ আমাদের এই বিদ্যালয়ে নেই কোনো বাথরুমের ব্যবস্থা। আমরা তাদের (শিক্ষার্থীদের) স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের বাড়িতে পাঠিয়ে দিই।

অভিযোগ করে তিনি আরও বলেন, এখানে নেই কোনো পড়ার পরিবেশ।মনে হচ্ছে খোলা মাঠে শিক্ষার্থীদের পড়ানো হয়। এখানে  আমার আসার দুই বছর হলেও ওয়াশব্লকের কাজ চলছে ধীর গতিতে। এমনকি মাঝে মধ্যে কাজ হলেও তা করছে সরকারি ছুটির দিনে। কাজের বিষয়ে কা-কে কি বলব ঠিকাদার কে তাও জানিনা। 

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় নি।তবে অফিস সহকারী বলেন ওই স্কুলের ওয়াশব্লকের তথ্য জেলা অফিস থেকে নিতে হবে।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও এর ওয়েবসাইট থেকে ফোন নাম্বারে কথা বলে জানা যায় রাণীশংকৈল উপজেলায় কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন  নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান  রোকন। 

এ বিষয়ে তিনি মুঠোফোনে বলেন, বিভিন্ন কারণে ওয়াশব্লকের কাজে ধীরগতি দেখা দিচ্ছে। তবে এসব কাজের বিষয়ে ঠিকাদারকে দ্রুত শেষ করতে হলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কি বলব এ বিষয়ে কোনো ভাষা নেই। বিদ্যালয়ের কথা চিন্তা করে অতি দ্রুত ওয়াশব্লকের কাজ শেষ করা উচিত। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status