ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ওপাস কমিউনিকেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 4:06 PM

ওপাস কমিউনিকেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ওপাস কমিউনিকেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

দেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন সেক্টরে এক বছর পূর্ণ করল ‘ওপাস’ কমিউনিকেশন লিমিটেড। ২০২৪ সালের এই দিনে মাত্র পাঁচজনের ছোট একটি দল নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক বছরের মধ্যেই কার্যপরিধি ও সক্ষমতায় বিস্ময়কর বিকাশ ঘটিয়েছে। বর্তমানে ২৪ সদস্যের শক্তিশালী টিম নিয়ে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন কর্পোরেট, মিডিয়া হাউজ এবং ব্র্যান্ডের সঙ্গে সফলভাবে কাজ করছে।

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল কাফী বলেন, প্রথম বছরের এই অগ্রযাত্রা সবচেয়ে বেশি সম্ভব হয়েছে তাদের ক্লায়েন্ট, বিভিন্ন মিডিয়া হাউজ এবং সহযোগী ভেন্ডরদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের কারণে। প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত যারা পাশে থেকেছেন এবং প্রতিটি ধাপে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওপাস পরিবার। 

তিনি আরো বলেন, প্রথম বছরেই ওপাসের দলগত চেষ্টার অসাধারণ কিছু গল্পও সামনে এসেছে। বছরের শুরুতে একটি বড় প্রকল্পের সময় কোম্পানির দুই কর্মী সৌগত ও বাবু অফিসের ব্যয় কমাতে রাতের শীতের মধ্যে পিকআপ ভ্যানের পেছনে চড়ে ইভেন্ট ভেন্যুতে পৌঁছান। তাদের সেই প্রচেষ্টা ওপাস টিমকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

এছাড়া মইদুল, আরাফাত, আলামিন, পুশকিন, সোহাগ ও নাদিম এদের প্রতিনিয়ত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। তাদের ওপর ভরসা করেই ওপাস একের পর এক সফল প্রকল্প সম্পন্ন করতে পেরেছে।

প্রতিষ্ঠানটির ভাষ্যে, আপনাদের সমর্থনেই আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি।

প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী বছরে আরও বড় কর্মপরিকল্পনা, আধুনিক সৃজনশীল ধারণা ও পেশাদারিত্বের সমন্বয়ে তারা দেশের কমিউনিকেশন ও ইভেন্ট ম্যানেজমেন্ট খাতকে আরও সমৃদ্ধ করবে। ওপাসের লক্ষ্য—একটি এমন এজেন্সি তৈরি করা যেখানে পারফর্মাররা শুধু কাজই করবে না, বরং বিকশিত হবে, শিখবে এবং নিজেদের সর্বোচ্চটা তুলে ধরতে পারবে।

বর্ষপূর্তির বার্তায় ওপাস জানায়, ওপাস হোক পারফর্মারদের জীবন্ত এজেন্সি এটাই আমাদের স্বপ্ন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status