ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
৯ম লিডারশিপ সামিটে ভবিষ্যতমুখী নেতৃত্ব নিয়ে দিনব্যাপী আলোচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 November, 2025, 6:33 PM

৯ম লিডারশিপ সামিটে ভবিষ্যতমুখী নেতৃত্ব নিয়ে দিনব্যাপী আলোচনা

৯ম লিডারশিপ সামিটে ভবিষ্যতমুখী নেতৃত্ব নিয়ে দিনব্যাপী আলোচনা

করপোরেট নেতৃত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা, অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল নিয়ে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন—৯ম লিডারশিপ সামিট ২০২৫।

শনিবার ২২ নভেম্বর আয়োজিত এই দিনব্যাপী সামিটের পরিবেশনায় ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; সঞ্চালনায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) এবং ইউনাইটেড গ্রুপ; সহযোগিতায় টুয়েলভ ক্লোদিং। এ বছরের প্রতিপাদ্য ছিল—“রেজিলিয়েন্ট লিডারশিপ: থ্রাইভিং অ্যামিড আনসার্টেনটি।”

সামিটে দেশের শীর্ষ করপোরেট নির্বাহী, ব্যবসায়িক পেশাজীবী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিনিয়োগ–বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে দায়িত্বশীল, নৈতিক, দূরদর্শী ও পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাওয়াতে সক্ষম নেতৃত্বের ওপর। নেতৃত্ব এখন কর্তৃত্ব নয়, বরং দীর্ঘমেয়াদি মূল্য তৈরির প্রক্রিয়া।”

সামিটের প্রধান অতিথি, বিআইডিএস মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, বাংলাদেশ এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রত্যেক খাতের নেতৃত্বকে হতে হবে আরও বলিষ্ঠ ও ডেটাভিত্তিক। “রেজিলিয়েন্স মানে শুধু সংকট মোকাবিলা নয়, বরং এমন ব্যবস্থা গড়া যা ক্রমাগত শিখবে, পরিবর্তিত হবে ও উন্নয়নের গতি ধরে রাখবে,”—বলেন তিনি। তিনি টেকসই অগ্রগতির জন্য অর্থনৈতিক দূরদৃষ্টি, পরিকল্পিত নগরায়ন, বৈজ্ঞানিক কৃষি ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সামিটে ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন ও ১টি ইনসাইট সেশনের মাধ্যমে নেতৃত্বের নানা দিক বিশ্লেষণ করা হয়। কিনোট বক্তাদের মধ্যে ছিলেন—ইউসুকে তাচিকাওয়া, ফাউন্ডার ও ডিজাইন স্ট্র্যাটেজিস্ট, নসাইনার; এবং প্রফেসর অ্যান্ড্রু কার্ল ডেলিয়স, ভাইস ডিন, বিজনেস স্কুল, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তারা সৃজনশীল নেতৃত্ব, উদীয়মান অর্থনীতির চ্যালেঞ্জ, রেজিলিয়েন্স তৈরির কৌশল এবং ভবিষ্যতের জন্য নেতৃত্বের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্যানেল আলোচনায় করপোরেট গভর্নেন্স, আর্থিক শৃঙ্খলা, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, সাংগঠনিক রেজিলিয়েন্স ও দায়বদ্ধ করপোরেট আচরণ—এসব বিষয়ের ব্যবহারিক দিক নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় অংশ নেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও রুহুল কুদ্দুস খান, বাংলালিংক সিইও জোহান বুস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি চিফ রিস্ক অফিসার মোহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

অনুষ্ঠানের ক্যারিয়ার পার্টনার ছিল টার্কিশ এয়ারলাইনস; নলেজ পার্টনার—মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; ভেন্যু পার্টনার—ইউনাইটেড কনভেনশন সেন্টার; লার্নিং পার্টনার—কাজী কনসালট্যান্টস; এবং পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজিত এই সামিট ভবিষ্যতমুখী ও রেজিলিয়েন্ট নেতৃত্ব গঠনে নতুন দিকনির্দেশনা দেয় বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status