|
সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আজ তারেক রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁয়ের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। শনিবার (২২নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,বিএনপি নেতা বি.এম ডালিম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
