|
চাঁদাবাজ ও দখলবাজির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই: ইয়াছিন আরাফাত
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদাবাজ ও দখলবাজির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই: ইয়াছিন আরাফাত মোটরসাইকেল শোভাযাত্রাটি নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল নয়টায় শুরু হয়। শোভাযাত্রার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ১০(নাঙ্গলকোট -লালমাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের অফিস সম্পাদক ও পেরুল ইউপির সাবেক চেয়ারম্যান সরোয়ার কামাল, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, লালমাই উপজেলা আমীর আবদুর নুর, সেক্রেটারি ইমাম হোসেন,জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন, সি আই পি গোলাম কবির ভূঁইয়া, উপজেলা নায়েবে আমির এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার,পেরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী, জামায়াত নেতা এডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশীদ,সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ। প্রায় ৫ সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউনটি নাঙ্গলকোটের সকল ইউনিয়ন প্রদক্ষিণ শেষে লালমাই গিয়ে সমাপ্ত হয়। এসময় বিভিন্ন বাজারে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোটের জোড্ডা বাজার, দৌলখাঁড়,বক্সগঞ্জ, ঢালুয়া,মৌকরা,রায়কোট, মাহিনি,বাঙ্গড্ডা, যুক্তিখোলা,হরিশ্চর, বাগমারা বাজার ও লালমাই উপজেলা মাঠে পরিসমাপ্তি ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
