রাঙ্গুনিয়ায় বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Saturday, 22 November, 2025, 2:49 PM
রাঙ্গুনিয়ায় বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের সাবেক কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে বিজয়ী করতে দক্ষিণ রাজানগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১নভেম্বর) রাত ৮টায় দক্ষিণ রাজানগরের ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সোনারগাঁও চৌরাস্তার মোড়ে ধানের শীষের পক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, উন্নয়নের অঙ্গীকার, তারেক রহমানের ৩১ দফা তুলে ধরা এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই সবার মূল উদ্দেশ্য। সবায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৭রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
দ. রাজানগর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নেতা এ্যড. মাসুদ করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. কামাল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি. সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি এম ওয়াকিল আহমদ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এম কামাল উদ্দিন মাস্টার, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হাসান তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম আশরাফুল হক হারুন, বিএনপি নেতা দিদারুল আলম তালুকদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুস তালুকদার, যুবদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, মুহাম্মদ মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকদলের শহিদুল ইসলাম, তাঁতীদলের আবু সামা, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, জিসাস নেতা আব্দুল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আহমদ, মাস্টার আলমগীর, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের মুহাম্মদ জাহাঙ্গীর, বখতিয়ার, আব্দুল মালেক তালুকদার, মুহাম্মদ হানিফ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে এ্যাডভোকেট কামাল হোসেন বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত রাঙ্গুনিয়ায় ইতিবাচক পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ও রাঙ্গুনিয়ার ইতিবাচক পরিবর্তনে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়া সাবেক (৪ বারের) সাংসদ ও চট্টলার অবিসংবাদিত নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুমাম কাদের চৌধুরী দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়াবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এই উপজেলার সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় উন্নয়ন আর বৈষম্য মুক্তির অঙ্গীকার রয়েছে।
প্রধান বক্তা ইউসুফ চৌধুরী বলেন, 'বিএনপি দীর্ঘদিন গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষকে বিজয়ী করার।'
তিনি আরও বলেন, 'হুমাম কাদের চৌধুরী নির্বাচিত হলে তিনি তরুণদের জন্য কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, নারী সমাজের জন্য শিল্প–কারখানা স্থাপন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। তিনি জিয়াউর রহমানের কর্ম স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্প স্থাপন করে নারীর কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন। ভবিষ্যতে হুমাম কাদের চৌধুরী এমপি নির্বাচিত হলে সেই আদর্শের আলোকে রাঙ্গুনিয়ার উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে। এসময় স্থানীয় জনগণ ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।