|
সুনামগঞ্জ-১ আসনে লড়তে চান বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী
মো. সোহেল রানা, ধর্মপাশা
|
![]() সুনামগঞ্জ-১ আসনে লড়তে চান বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী ২১
(নভেম্বর) শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলা দশধরী গ্রামের জোবাইদা
কিন্ডার গার্ডেন স্কুল মাঠে ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী সমর্থকগনের
আয়োজনে-আলোচনা সভায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর সভাপত্বিতে, মুফতি মোবারক
হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৮ দলীয় ইসলামী
এক্যজোটের মনোনয়ন প্রত্যাশী ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য দেন- উপজেলা ইসলামী আন্দোলন সিনিয়র সহ সভাপতি মাওলানা আজিজুর
রহমান, সাধারণ সম্পাদক শামসুউদ্দিন, জামায়তে ইসলামের নেতা মোবারক হোসেন,
উপজেলা জাতীয় পাটি সভাপতি আবু তাহের আহমেদ ( বাচ্চু), ইলেকট্রনিক ও প্রিন্ট
সাংবাদিক বৃন্দ । এলাকায়
স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে
অংশগ্রহণের প্রস্তুতি ও জনমত সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য দেন- অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী তিনি বলেন,
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে,
শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের
উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। আজ
ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। দেশে
সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত
জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা
জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে
আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। এই প্রেক্ষিতে ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে আমি ইসলামী ঐক্য জোটে প্রার্থী হতে সিদ্ধান্ত
নিয়েছি, নির্বাচন করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা,
দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে আমাকে মনোনয়ন দিবে। আমি
সুনামগঞ্জ-১ আসনে জনগনের সার্বাত্বক সহযোগিতা কামনা করি । মো. সোহেল রানা
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
