ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
সালিসের মাধ্যমে অডিট আপত্তির সমাধান চায় গ্রামীণফোন–রবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 November, 2025, 2:58 PM

সালিসের মাধ্যমে অডিট আপত্তির সমাধান চায় গ্রামীণফোন–রবি

সালিসের মাধ্যমে অডিট আপত্তির সমাধান চায় গ্রামীণফোন–রবি

টেলিকম খাতে দীর্ঘদিনের অডিট আপত্তি ও বকেয়া দাবিকে কেন্দ্র করে উদ্ভূত জটিলতা নিরসনে সালিসি প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতার পথ খুলতে চায় দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা। চলতি বছরের মাঝামাঝি সময়ে অপারেটর দুটি বিটিআরসির কাছে পৃথকভাবে চিঠি দিয়ে মধ্যস্থতা বা সালিসি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে। বিষয়টি এখন পর্যালোচনা করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

দশ বছর আগে বিটিআরসি গ্রামীণফোন ও রবির ওপর ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত সময়ের কর, ভ্যাট, হ্যান্ডসেট রয়্যালটি, লাইসেন্স ফি ও তরঙ্গমূল্যসহ নানা আর্থিক খাত পর্যালোচনায় একটি নিরীক্ষা চালায়। নিরীক্ষার প্রতিবেদনে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা বকেয়া দাবি তোলে সংস্থাটি। দুই অপারেটর শুরু থেকেই এই অডিট আপত্তির বিরোধিতা করে আসছে, এমনকি দাবির বিরুদ্ধে পৃথক মামলা করে।

বিতর্কিত বকেয়ার বিপরীতে গ্রামীণফোন ইতোমধ্যে ২ হাজার কোটি টাকার বেশি এবং রবি ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। তবুও মামলার দীর্ঘসূত্রতা, কারিগরি জটিলতা ও ধীরগতির কারণে সালিসির মাধ্যমে সমাধানই এখন সবচেয়ে যুক্তিসঙ্গত পথ বলে মনে করছে দুই প্রতিষ্ঠান।

গ্রামীণফোন ২৯ জুলাই বিটিআরসিকে পাঠানো চিঠিতে উল্লেখ করে, অডিট আপত্তির মামলা ছয় বছর ধরে আদালতে ঝুলে আছে। এমন পরিস্থিতিতে সালিসি প্রক্রিয়ায় গেলে দ্রুত, ন্যায়সংগত ও স্বচ্ছ সমাধান পাওয়া সম্ভব। প্রতিষ্ঠানটি বিটিআরসিকে এ বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “অডিট দাবিতে বিষয়বস্তু ও প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। সালিসি প্রক্রিয়া এই ধরনের বিরোধ নিষ্পত্তির কার্যকর পদ্ধতি। আমরা বিটিআরসির সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত।”

একইভাবে রবি চলতি বছরের ১ জুন বিটিআরসিকে চিঠি দিয়ে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত সমাধানের প্রস্তাব দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া খাতের উন্নয়ন ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলছে, সমঝোতার মাধ্যমে সমস্যার ন্যায্য নিষ্পত্তি হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা সাহেদ আলম বলেন, “ছয় বছর ধরে আদালতে মামলা চললেও বিটিআরসির অনীহায় সমাধান এগোয়নি। মধ্যস্থতার মাধ্যমেই গঠনমূলক সমাধান সম্ভব।”

যদিও বিটিআরসি শুরুতে দাবি করেছিল, বিদ্যমান আইনে সালিসির কোনো সুযোগ নেই, তবুও সাম্প্রতিক পরিবর্তিত প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি এখন বিষয়টি পুনর্বিবেচনা করছে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “গ্রামীণফোন ও রবির চিঠি আমরা পেয়েছি। আইন পরামর্শকদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status