|
টেকনো মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিকের স্ত্রী!
বিস্ফোরিত ডিভাইসের বদলে কোম্পানির উপহার নতুন ফোন
নতুন সময় প্রতিবেদক
|
![]() টেকনো মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন সাংবাদিকের স্ত্রী! সাংবাদিক বাঁধন কর্মকার জানান, ফোনটি তিনি দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহার করতেন। তিনি বলেন, আমার স্ত্রী ফোনটি চার্জে দিয়ে বিছানায় রেখেছিলেন। প্রায় ২০ মিনিট পর হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে খাটের একটি বড় অংশ ও চাদর পুড়ে যায়। আমার স্ত্রী ঘরে ছিলেন, তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। দুর্ঘটনার পর তিনি বিস্ফোরিত ফোনের ছবি ও বিস্তারিত বিবরণ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি টেকনো মোবাইলের নজরে আসে। পরে কোম্পানির পক্ষ থেকে সাংবাদিক বাঁধনের সঙ্গে যোগাযোগ করে বিস্ফোরিত ফোনটি সংগ্রহ করা হয় এবং তাকে উপহার হিসেবে নতুন একটি মোবাইল ফোন প্রদান করা হয়। ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন কর্মকার লেখেন, গতকাল আমার মোবাইলটি চার্জ দিতে গিয়ে হঠাৎ ব্লাস্ট হয়ে পুড়ে যায়। ঘটনাটি ফেসবুকে পোস্ট করার পর ‘Tecno’ কোম্পানি ব্লাস্ট হওয়া ফোনটি নিয়ে আমাকে উপহার হিসেবে একটি নতুন মোবাইল দিয়েছে। অসংখ্য ধন্যবাদ Tecno কর্তৃপক্ষকে—বিশেষ কৃতজ্ঞতা গণমাধ্যমকর্মীদের। এর আগে একই ধরনের দুর্ঘটনা কুড়িগ্রামেও ঘটে। গত ১৬ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় টেকনো স্পার্ক ৪০ প্রো মডেলের একটি ফোন পকেটে বিস্ফোরিত হয়ে দগ্ধ হন পলাশ ইসলাম নামের এক যুবক। স্থানীয় সূত্র জানায়, পলাশ ও তার ভাই ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। এসময় ভাইয়ের পকেটে থাকা ফোনটি হঠাৎ অস্বাভাবিক গরম হয়ে ওঠে ও কিছুক্ষণ পর বিস্ফোরিত হয়। আগুনের ছিটে পলাশের উরুতে লেগে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরপর এমন ঘটনার কারণে টেকনো মোবাইল ব্যবহারকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং অবস্থায় মোবাইল বিছানায় রাখা, অতিরিক্ত গরম হলেও ব্যবহার চালিয়ে যাওয়া কিংবা নকল চার্জার ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ অভ্যাস এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তারা নিরাপত্তা নিয়ম মেনে মোবাইল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ঘটনা সম্পর্কে জানতে ব্যাকপেজ পিআর টেকনো দায়িত্বপ্রাপ্ত এজেন্সির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
