ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
রাঙ্গুনিয়ার মাদক সম্রাট জলক্ক্যার আস্তানায় হানা, ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Saturday, 8 November, 2025, 2:41 PM

রাঙ্গুনিয়ার মাদক সম্রাট জলক্ক্যার আস্তানায় হানা,  ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার মাদক সম্রাট জলক্ক্যার আস্তানায় হানা, ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ও ৯'শ গ্রাম গাজাঁসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আজ (৭ নভেম্বর, শুক্রবার) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদা'র। 

এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনগত রাতে রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে, মুল মাদক কারবারি আজিজুল হক ওরফে জলক্ক্যা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়া গ্রাম এলাকার আজিজুল হক ওরফে জলক্ক্যা'র স্ত্রী নাছিমা বেগম (৪০), আজিজুল হক উরফে জলক্ক্যা'র দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ইরফানুর রহমান আরমান (২০) ও রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত. মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।

অভিযানে আজিজুল হক ওরফে জলক্ক্যা'র নিজ বাসা থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্য ঘাগড়াকুল এলাকায় জনৈক আজিজুল হক ওরফে জলক্ক্যা'র বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে আটক করে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদা'র জানান, গ্রেপ্তারকৃতদের পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত। আজিজুল হক ওরফে জলক্ক্যা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কয়েকবার মাদকসহ ধরা পড়ে কারাবরণ করেছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মুল মাদক সম্রাট আজিজুল হক ওরফে জলক্ক্যা'কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status