|
রাঙামাটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিল - ২০২৫
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
|
![]() রাঙামাটিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কাউন্সিল - ২০২৫ ] বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি পালাশ চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জ্যোতি চাকমা। বিশেষ অতিথির বক্তব্যে দলের সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ চাকমা এবং উদ্বোধক হিসেবে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন উপস্থিত ছিলেন। বক্তারা দেশের যুব সমাজের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং এর মোকাবিলায় বিপ্লবী যুব সংহতির ভূমিকার ওপর জোর দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে বেকারত্ব, শিক্ষার বাণিজ্যিকীকরণ, মজুরির হ্রাস, এবং সাম্প্রদায়িক রাজনীতির উত্থান তরুণ সমাজকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে যুব সমাজের সামনে এখন নতুন চ্যালেঞ্জ বৈষম্য, মাদক, ধর্মীয় বিভাজন ও সামাজিক বৈরিতা। সভাপতি পালাশ চাকমা তাঁর বক্তব্যে বলেন: আজকের যুব আন্দোলনের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো, সমাজে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে নয়, শ্রেণি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে ঐক্য গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন যে, শ্রমজীবী ও তরুণ সমাজের দাবি এখন আর কেবল কর্মসংস্থান বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, তারা এখন সমান মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ সমাজের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হচ্ছে। বক্তারা “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানের মধ্য দিয়েই তরুণ সমাজকে নতুন করে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাজে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা, নারী-পুরুষ সমতার আদর্শে এবং ধর্ম-গোত্র-বর্ণের ঊর্ধ্বে মানবিক ঐক্য গড়ে তোলার ডাক দেওয়া হয়। যুব নেতারা শিক্ষা, কর্মসংস্থান, বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলোকে যুব আন্দোলনের মূল এজেন্ডায় পরিণত করার প্রস্তাব দেন। তাঁদের মতে, রাজনৈতিক শিক্ষা ও সমাজতান্ত্রিক চেতনা ছাড়া একটি মুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। অতিথিরা বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের সমাজ পরিবর্তনের চালিকা শক্তি, যারা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, সংস্কৃতি, পরিবেশ, শ্রম ও সামাজিক ন্যায়ের লড়াইয়েও সক্রিয় ভূমিকা রাখবে। কাউন্সিলের শেষাংশে রাঙামাটি জেলা বিপ্লবী যুব সংহতির নবনির্বাচিত নেতৃত্বের শপথ পাঠ করানো হয়। নতুন নেতৃত্ব অঙ্গীকার করেন শোষণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব। এই কাউন্সিলে নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে বলে নেতারা জানান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
বঞ্চনার পথ পেরিয়ে রাঙামাটির প্রার্থী: দীপেন দেওয়ান প্রমাণ করলেন, নেতা এক দিনে হয় না
