|
বার বার অভিযানেও কমেনি রুপমহলে রুপের বাহার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() বার বার অভিযানেও কমেনি রুপমহলে রুপের বাহার অবশেষে থানা পুলিশের সফল অভিযানে অভিযুক্ত বিতর্কিত নিউ রুপমহল থেকে আইন পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় নারী পুরুষ বারংবার গ্রেফতার, স্থানীয় মানুষজন বলে থানা পুলিশ বার বার অভিযান করে হোটেল থেকে অপরাধী ধরে ১নং ফাঁড়ির পুলিশ কি করে? তাহলে কি বাতিঁর নিচে অন্ধকার! ? তবে কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম যোগদানের পর বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মুল করতে মাঠ পর্যায়ে নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করে নগরে নিয়ে আসছে অপরাধীদের মনে ভয়, মিলছে জনমনে স্বস্তি। তারই ধারাবাহিকতায় প্রশংসার দাবিদার ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাওয়ার্দী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
