ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
বাউফলে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Sunday, 2 November, 2025, 7:43 PM

বাউফলে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. অহিদুজ্জামান ডিউক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত।

ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে, থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেস সংলগ্ন তার নিজ বাসার সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ পৌর শহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে সোহাগ খান (৩০) এবং ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে ইয়াবা বিক্রির সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় ইয়াবা ক্রেতাদের ফোনে যোগাযোগ পাওয়ায় আরও কয়েকজনকে আটক করা হলেও, তাদের কাছ থেকে মাদক না পাওয়ায় পুলিশ পরে পাঁচজনকে ছেড়ে দেয়।

এই ঘটনা নিয়ে “বাউফল ফেস” নামের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। সংবাদ প্রচারের পরপরই অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে সংবাদ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে গভীর রাতে মুখোশ পরা কয়েকজন তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে ও তার পরিবারকে শহর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকিও দেয় তারা।

অহিদুজ্জামান ডিউক বলেন, সংবাদ প্রচারের পর থেকেই আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের পরিবারকে হুমকি দেওয়া সংবাদপেশার ওপর আঘাত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status