|
ফেনীর তিন আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: খালেদা জিয়া, জয়নাল আবেদীন ভিপি ও আউয়াল মিন্টু
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীর তিন আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত: খালেদা জিয়া, জয়নাল আবেদীন ভিপি ও আউয়াল মিন্টু ফেনী-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এর আগে একাধিকবার এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ফেনী-১ দীর্ঘদিন ধরেই বিএনপির ঐতিহ্যবাহী আসন হিসেবে বিবেচিত। ফেনী-২ আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি জয়নাল আবেদীন। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে ফেনী-৩ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুকে। তিনি এর আগেও এ আসনে নির্বাচন করে জনসম্পৃক্ততা অর্জন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে চূড়ান্ত করা এই তিন প্রার্থীর নাম এখন ফেনীর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন এই তিন প্রার্থীর নেতৃত্বে জেলার তিন আসনেই শক্ত অবস্থান তৈরি হবে বিএনপির। এদিকে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ১৫ জনের তালিকায় ফেনী থেকে মনোনয়ন পেয়েছেন রেহানা আক্তার রানু |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
