|
কেরানীগঞ্জে হত্যা ময়মনসিংহে ক্লু-লেস লাশের রহস্য উদঘাটন, আসামীর জবানবন্দি প্রদান
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() কেরানীগঞ্জে হত্যা ময়মনসিংহে ক্লু-লেস লাশের রহস্য উদঘাটন, আসামীর জবানবন্দি প্রদান জানা যায়, গত (২২ অক্টোবর) শুরুতে বাদী এসআই জসিম উদ্দিন ও এসআই মাসুদ জামালী হত্যাকান্ডের শিকার মোঃ আবু সাঈদ (৬০) কে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকায় অজ্ঞাত লাশ হিসাবে উদ্ধার, শুরুর ঘটনায়করে ময়নাতদন্ত সহ পুলিশি কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সংক্রান্তে কোতোয়ালি থানার মামলা নং ১০৫(১০)২৫রুজু হয়। কোতোয়ালি থানায় জিডি ও বার্তা মোতাবেক লাশের নাম পরিচয় ঠিকানা উদ্ঘাটন করা হয়। ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরার্দ্দী নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম তত্বাবধানে ও ইন্সঃ সজিব কুমার বাড়ৈ নেতৃত্বে, এস আই মাহবুব আলম ফকির এ এস আই হুমায়ুন কবির সঙ্গীও ফোর্স সহ এই ক্লুলেস হত্যার শিকার ব্যাক্তির নাম পরিচয় ঠিকানা উদ্ঘাটন, জরিত প্রধান আসামি গ্রেফতার সহ বিঞ্জ আদালতে আসামী আবু রায়হানের সংশ্লিষ্টতা সহ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের ব্যাবস্থা করেন। ময়মনসিংহ পুলিশের এ কার্যক্রমে সফলতায় মৃতের পরিবারের সন্তুোষ প্রকাশ করলে ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দাবি করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
