ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ রুহাব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 3:06 PM

বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ রুহাব

বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ রুহাব

বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এ স্বীকৃতি অর্জন করেছে সে।

গত রোববার (১৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা প্ল্যান্টারস যৌথভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

রুহাবের বাবা ইমরান রাব্বি ‘গ্রীনম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ কিরণ’র সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তারা সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে রুহাবের পুরো জীবনকালীন কার্বন নিঃসরণ অফসেট করতে ৫৮০টি গাছ রোপণ করেন।

এ উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর গ্রান্টজয়ী প্রকল্প ঢাকা প্ল্যান্টারস। টেকসই উন্নয়ন ও জলবায়ু সচেতনতার ক্ষেত্রে এটি বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইমরান রাব্বি বলেন, আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটি তার ভবিষ্যৎ ও পৃথিবীর প্রতি আমাদের ক্ষুদ্র কিন্তু অর্থবহ অবদান। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে প্রকৃতির বন্ধু হয়ে বড় হয়।

রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। জন্মের কয়েক মাস পর, গত সেপ্টেম্বর মাসে রুহাবের নামে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। প্রতিটি গাছ তার ভবিষ্যৎ জীবনের কার্বন নিঃসরণ শোষণ করবে বলে আশা করছেন তার বাবা-মা।

রুহাবের মা আয়শা আক্তার বলেন, আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি; কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। প্রত্যেক অভিভাবক যদি নতুন সন্তানের আগমনে কয়েকটি গাছ লাগান, তবে তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে রুহাবের এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status