|
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ রবিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-২/৫ এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। একইভাবে কালিয়ানী বিওপি দল মেইন পিলার-৯ হতে ২০০ গজ ভেতরে কালিয়ানী এলাকা থেকে ৪৫ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি, কুশখালি বিওপি দল শ্মশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় বোরকা, এবং তলুইগাছা বিওপি দল চৌরঙ্গী এলাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি অভিযান দল গেরাখালি ও বলফিল্ড মোড় এলাকা থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। মাদরা বিওপি দল আমবাগান এলাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার শাড়ি, হিজলদী বিওপি দল বড়ালী এলাকা থেকে ৬ লক্ষ ৫৯ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং চান্দুরিয়া বিওপি দল বরই বাগান এলাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি এলাকা থেকে ১৪ হাজার টাকার ভারতীয় দুধ ও ইঁদুর মারা বিষ জব্দ করে। মোট ১৬ লক্ষ ৫০০ টাকার বিভিন্ন চোরাচালানী পণ্য ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি। চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশের রাজস্ব আয় ব্যাহত হচ্ছে এবং দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটককৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
