গুলশাখালী ইউনিয়নে ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
|
![]() গুলশাখালী ইউনিয়নে ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকালে গুলশাখালী ইউনিয়নের মসজিদাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক গুলশাখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু নাছির, গুলশাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের গুলশাখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গুলশাখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল বাশার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কওমী ওলামা পরিষদ লংগদু উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ আল হাবিবী। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা রাব্বি নুর, নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিবার্ষিক কাউন্সিল শেষে গুলশাখালী ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: মাওলানা আবুল বাশার সহ-সভাপতি: মাওলানা আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক: মাওলানা আশরাফুল ইসলাম সহকারী সাধারণ সম্পাদক: মাওলানা মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ: মাওলানা মাসুদুর রহমান সদস্য: মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা দেলোয়ার হোসেন হাসমত উক্ত কমিটি পরবর্তী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ইসলামী মূল্যবোধে সমাজকে আলোকিত করতে সবাইকে আহ্বান জানান এবং সত্য, ন্যায় ও মানবতার চর্চা জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |