কুমিল্লা বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নাই
মিজানুর রহমান
|
![]() কুমিল্লা বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নাই এসব সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও সরকারী গাড়ির বহর বৃদ্ধি পাবে। কুমিল্লায় যানজট প্রকট হবে। বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নেই। আমারা দীর্ঘকাল ধরে চট্টগ্রাম বিভাগের অধিনে আছি। কেউ বলতে পারবেন, কবে কোন কাজে আপনি আমি বা আমরা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে অথবা গিয়েছি? আমি মনে করি, এই বিভাগ ঘোষণার দাবি কিংবা কুমিল্লাকে আলাদা বিভাগ ঘোষণা এসবই একটি বাড়তি বিড়ম্বনা। এতে কিছু সরকারী কর্মকর্তা, কর্মচারী ও দালাল চক্রের লাভ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর লাভক্ষতির কিছু যায় আসে না,উপরন্তু ভোগান্তি বাড়ার ঝুঁকি থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কুমিল্লা বিভাগ নামের বিলাসিতার দাবী নয়, কুমিল্লা বিমানবন্দর চালু, আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, একটি কিডনি রোগ নিরাময় হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল স্হাপনসহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সোচ্চার হওয়া উচিত। এছাড়াও কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী হাইওয়ে রোডের মাঝামাঝি স্হানে অবস্থিত হওয়ায় এখানে একটি অর্থোপেডিক হাসপাতাল স্থাপন করা হলে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি রোধ করা সম্ভব হবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |