ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
কুমিল্লা বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নাই
মিজানুর রহমান
প্রকাশ: Saturday, 11 October, 2025, 3:03 PM

কুমিল্লা বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নাই

কুমিল্লা বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নাই

কুমিল্লা বিভাগ ঘোষণা করা হলে এখানে সরকারের অর্থায়নে কিছু প্রশাসনিক ভবন নির্মিত হবে। সরকারের আমলা কামলাদের কিছু পদ পদবী সৃষ্টি হবে এবং তারা পদায়ন কিংবা নিয়োগপ্রাপ্ত হবেন। তাদের ঘিরে এক শ্রেণীর দালাল চক্র সৃষ্টি হবে।

এসব সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও সরকারী গাড়ির বহর বৃদ্ধি পাবে। কুমিল্লায় যানজট প্রকট হবে।

বিভাগ ঘোষণার সাথে সাধারণ মানুষের উচ্ছ্বসিত হবার কিছুই নেই। আমারা দীর্ঘকাল ধরে চট্টগ্রাম বিভাগের অধিনে আছি। কেউ বলতে পারবেন, কবে কোন কাজে আপনি আমি বা আমরা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে অথবা গিয়েছি?

আমি মনে করি, এই বিভাগ ঘোষণার দাবি কিংবা কুমিল্লাকে আলাদা বিভাগ ঘোষণা এসবই একটি বাড়তি বিড়ম্বনা। এতে কিছু সরকারী কর্মকর্তা, কর্মচারী ও দালাল চক্রের  লাভ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর লাভক্ষতির কিছু যায় আসে না,উপরন্তু ভোগান্তি বাড়ার ঝুঁকি থাকে।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, কুমিল্লা বিভাগ নামের বিলাসিতার দাবী নয়, কুমিল্লা বিমানবন্দর চালু, আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, একটি কিডনি রোগ নিরাময়  হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল স্হাপনসহ অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সোচ্চার হওয়া উচিত। 

এছাড়াও কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নোয়াখালী হাইওয়ে রোডের মাঝামাঝি স্হানে অবস্থিত হওয়ায় এখানে একটি অর্থোপেডিক হাসপাতাল স্থাপন করা হলে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ সড়ক দুর্ঘটনায়  অসংখ্য প্রাণহানি রোধ করা সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status