ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
মুসলিমরা নামাজ রোজা মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে তা হবে না: গোলাম পরোয়ার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 11 October, 2025, 5:40 PM

মুসলিমরা নামাজ রোজা মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে তা হবে না: গোলাম পরোয়ার

মুসলিমরা নামাজ রোজা মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে তা হবে না: গোলাম পরোয়ার

মানুষের আইন কোন শান্তি নিশ্চিত করতে পারে না। সৃষ্টিকর্তার আইন সব ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনে। কোরআন ও সুন্নাহর মধ্যে দিয়ে দেশ চালাতে পারলে রহমত বর্ষণ হবে। মুসলিমরা নামাজ রোজা মসজিদ নিয়ে থাকবে'আর ইবলিশরা রাজনীতি করবে। তা হবে না । আমাদের ও ওখানে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী দলগুলো নিয়ে একটি জোট গঠন করার আলোচনা চলছে। 

আমরা আশাবাদী এই জোট গঠন করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর আইন ও নবী রসুলের আদর্শ বাস্তবায়ন করবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। এদেশের শিক্ষা ব্যাবস্থাকে অগ্ৰধীকার ও দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। এসময় তিনি আরো বলেন, কয়রা পাইকগাছা(খুলনা ৬) আসনে আমাদের মনোনিত প্রার্থীকে বিজয়ী করুন। আমরা আপনাদের চাওয়া পাওয়া পুরণ করবো।

খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাএ- যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা জামায়াতের উদ্যোগে শনিবার সকালে (১১ অক্টোবর) পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাএ যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি ও খুলনা ৫ আসনের মনোনিত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তবেই দেশ দুঃশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ৬ কয়রা পাইকগাছা আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, কয়রা-পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবা কেন্দ্র ও  সড়ক সংস্কার ও খুলনা থেকে কয়রা পর্যন্ত রেল লাইনের জন্য অগ্রঅধিকার দেওয়া হবে। 

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় গেলে আইটি পার্ক ও কয়রা পাইকগাছা নিয়ে সুন্দরবন জেলা বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান। 

এ সময় বক্তব্য রাখেন জামায়াতে জেলা কর্ম পরিষদের সদস্য মাওঃ আমিনুল ইসলাম,আবুজার আল গিফারী। উপজেলা সেক্রেটারি মাওঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় ও আব্দুল খালেকের পরিচালনা। উপস্থিত ছিলেন এ্যাড,শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও মাওঃ শফিকুল ইসলামসহ জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status