তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি স্থানীয়রা জানান, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠানে শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় বাড়িতে মধ্যে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে তারা বাড়িতে ঢোকে। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, চুরি বিষয় এখনো কোনো অভিযোগ পাইনি আর পেলে তদন্ত করে ব্যবস্থাপন করা হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |