ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 12 October, 2025, 11:22 AM

আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা ক্যাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবির হোসেন এবং সভা পরিচালনা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক রাকিবুল ইসলাম।

সভায় ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করা, মুনাফাখোরি ও ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, ক্যাব জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এটি তৃণমূল পর্যায়েও আরও গতিশীল হবে। ভোক্তা অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা ক্যাবের সহ-সভাপতি সাংবাদিক  মোঃ আলমগীর কবির, মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, কোষাধ্যক্ষ সাংবাদিক  মোঃ শাহারিয়ার হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইবাদত হোসেন, এবং নির্বাহী সদস্যবৃন্দ হাদী বিলায়েত হোসেন, মোঃ দেলোয়ার হুসাইন (শিক্ষক), আবু মুছা শেখ, হাদী ইভান, সাংবাদিক মোঃ ইমরান মোল্যা ও সাংবাদিক জাহিদুল হক মোল্যা প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে কবির হোসেন বলেন,ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করা ক্যাবের মূল লক্ষ্য। এজন্য প্রশাসন ও জনগণের সহযোগিতা অপরিহার্য।

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন,ক্যাব শুধু অভিযোগ গ্রহণেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি পরিবারে ভোক্তা সচেতনতা ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা হবে।

আলোচনা শেষে, ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার অপসারিত মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই, ইতালি প্রবাসী মরহুম আলী আজগর মন্টুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপস্থিত সদস্যরা একসঙ্গে কাজ করে ভোক্তা অধিকার সংরক্ষণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status