সঞ্চয় ছাড়া আয় মানে ভবিষ্যৎহীন প্রাচুর্য
রিয়াজুল হক
|
![]() সঞ্চয় ছাড়া আয় মানে ভবিষ্যৎহীন প্রাচুর্য কে আপনার দুর্দিনে উপকার করবে, কার কাছ থেকে আপনি সাহায্য পাবেন, সেই প্রত্যাশা করা ছেড়ে দেন। যদি বিপদের সময় সহায়তা পান, তবে অবশ্যই ভালো। কিন্তু যদি না পান, তবে অবশ্যই নিজের সম্বল দিয়েই বিপদ থেকে উতরে যাবার উদ্ধার পাবার চেষ্টা করতে হবে। এছাড়া, আমাদের আরও মনে রাখতে হবে, সুযোগ কখনো বলে কয়ে আসে না। অনেক সময় সঞ্চিত অর্থের অভাবে অনেক বড় সুযোগও হাতছাড়া হয়ে যায়। তাই, সবসময় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত। এতে করে, সুযোগের সদ্ব্যবহারের পাশাপাশি অনেক ধরনের বিপদ থেকেও পার পাওয়া যায়। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি মাসে ৫০,০০০ টাকা আয় করেন কিন্তু মাস শেষে আপনার কোন সঞ্চয় নেই, তাহলে এই আয়ের কোন মূল্য নেই। কিন্তু আপনি মাসে ২০,০০০ টাকা আয় করে ৪,০০০ টাকা সঞ্চয় করেন, সেটা অবশ্যই ইতিবাচক এবং আয়েরও মূল্যায়ন থাকে। সঞ্চয়ের যদি কোন প্রকার সুযোগ না থাকে, সেটা ভিন্ন কথা। তবে আমাদের আমাদের দেশের মানুষের অপব্যয়ের একটা বাতিক রয়েছে। অনেকেই লোক দেখানো খরচ করতে অভ্যস্ত। দিন শেষে যে তারই ক্ষতি হলো, সেই বিচার বিবেচনাবোধটুকুও নষ্ট হয়ে গেছে। তবে আমাদের আমাদের দেশের মানুষের অপব্যয়ের একটা বাতিক রয়েছে। অনেকেই লোক দেখানো খরচ করতে অভ্যস্ত। দিন শেষে যে তারই ক্ষতি হলো, সেই বিচার বিবেচনাবোধটুকুও নষ্ট হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি ভালো বেতনে চাকরি করেন। কিন্তু আত্মীয়-স্বজন,পরিবারের অনেক অন্যায় আবদার মেটাতে যেয়ে তার সঞ্চয়ের ঝুলি শূন্য থেকে যায়। বড় ধরনের বিপদে পড়লে, অন্যের অনুগ্রহের জন্য অপেক্ষা করতে হয়। এটা কারো কাম্য হতে পারে না। আবার অনেকেই আছেন, তাদের মাসিক সামান্য সঞ্চয় দিয়ে ডিপিএস করে মোটামুটি বড় অংকের টাকা জমিয়ে ফেলেন। সেই টাকা দিয়ে তারা নিজেদের কিংবা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সঞ্চয়ের কারণেই তারা এটা করতে পারেন। মনে রাখা দরকার, সঞ্চয় ছাড়া আয় মানে ভবিষ্যৎহীন প্রাচুর্য। লেখক: রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |