টিএইচই এশিয়া র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে ৬ষ্ঠ স্থানে বাকৃবি
নতুন সময় প্রতিনিধি
|
![]() টিএইচই এশিয়া র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে ৬ষ্ঠ স্থানে বাকৃবি বৃহস্পতিবার (৯ অক্টোবর ) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এশিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। দেশের সেরা দশের মধ্যে সরকারি সাতটি এবং বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এ বছর পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান,শিল্প ও সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।পারফরম্যান্স ইন্ডিকেটরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের স্কোর ২০২৪ সালে ছিল ২৯.৫, ২০২৫ সালে কমে ২৪.৪-এ দাঁড়ায়, আর বর্তমানে তা আরও হ্রাস পেয়ে ২১.২ হয়েছে। শিক্ষার মানের স্কোরে পতন দেখা গেলেও, গবেষণার পরিবেশ (৯.৬ থেকে বেড়ে ১০.৫), গবেষণার গুণগত মান (৬০.১ থেকে বেড়ে ৬৫.২) এবং শিল্পখাত(২২.১ থেকে বেড়ে ২৪.৬) সহ অন্যান্য প্রধান ক্ষেত্রগুলোতে উন্নতি হয়েছে। বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইমস হায়ার এডুকেশনের ওয়েসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। ১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |