ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ বাংলাদেশে যৌথভাবে প্রথম স্থান ড্যাফোডিলের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 October, 2025, 2:22 PM

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ বাংলাদেশে যৌথভাবে প্রথম স্থান ড্যাফোডিলের

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ বাংলাদেশে যৌথভাবে প্রথম স্থান ড্যাফোডিলের

বিশ্বের স্বনামধন্য এবং বহুল পরিচিত টাইমস হাইয়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস-২০২৬’ তালিকায় বাংলাদেশের মধ্যে যৌথভাবে শীর্ষ স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এছাড়া এ তালিকায় বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৮০১-১০০০ পরিসীমার ঘরে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি গবেষণার মানের দিক থেকে বিশ্ব তালিকার ২৯২তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

বুধবার (৯ অক্টোবর) টাইমস হাইয়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র‌্যাঙ্কিংয়ের এই তালিকার বিশ্বের মোট ২১৯১টি বিশ^বিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে। 

এই বছর, ডিআইইউ সকল র‍্যাঙ্কিং সূচকে শক্তিশালী বৈশ্বিক কর্মক্ষমতা প্রদর্শন করেছে এবং ‘গবেষণা মান’ প্যারামিটারে বিশ্বব্যাপী ২৯২ তম স্থানে রয়েছে, যা প্রভাবশালী এবং উচ্চমানের গবেষণার জন্য এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক খ্যাতি তুলে ধরে। এই অসাধারণ অর্জন উদ্ভাবনকে উৎসাহিত করার, জ্ঞানের অগ্রগতি এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ সমাধানে অবদান রাখার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সিস্টেমগুলির মধ্যে একটি, যা শিক্ষাদানের উৎকর্ষতা, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলিকে মূল্যায়ন করে। এই র‍্যাঙ্কিংয়ে ড্যাফোডিলবিশ্ববিদ্যালয়ের অব্যাহত সাফল্য বাংলাদেশ এবং তার বাইরেও এর ধারাবাহিক অগ্রগতি, বিশ্বব্যাপী দৃশ্যমানতা এবং একাডেমিক নেতৃত্বের ইঙ্গিত বহন করে।

এই সাফল্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনুষদ, গবেষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং প্রশাসনিক দলের নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রমাণ, যাদের কঠোর পরিশ্রম এবং দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়টিকে নতুন বিশ্ব উচ্চতায় পৌঁছে দিয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ক্ষমতায়ন, গবেষণার উৎকর্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের জন্য একটি টেকসই এবং উদ্ভাবনী ভবিষ্যত গঠনের লক্ষ্যে অবিচল রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status