ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কে এই পল কাপুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 October, 2025, 12:55 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কে এই পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কে এই পল কাপুর

বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলের কূটনীতি সামলাতে পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে ওই দায়িত্বের জন্য ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে মনোনীত করেছিলেন। মঙ্গলবার মার্কিন সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি তা অনুমোদন করে।

কাপুর বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি।

এর আগে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিশা বিসওয়াল দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

গত জুন মাসে সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে পল কাপুর বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। মনোনয়ন নিশ্চিত হলে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে কাজ করবেন।

ভারত ও পাকিস্তানের সংঘাতের প্রসঙ্গ ধরে তিনি বলেছিলেন, “দক্ষিণ এশিয়া সম্প্রতি একটি বড় ধরনের সংঘাত এড়িয়েছে। আমার মনোনয়ন যদি নিশ্চিত হয়, তাহলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী মার্কিন নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিয়ে যাব।”

নেভাল কলেজের দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, ২০২০-২০২১ সালে পল কাপুর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। সে সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন।

ওই দায়িত্ব পাওয়ার আগে কাপুর ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করতেন, পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন।

‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি: ইসলামিস্ট মিলিটেন্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপন্স প্রোলিফিরেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া’তার লেখা উল্লেখযোগ্য বই।

এছাড়া তিনি ‘ইন্ডিয়া, পাকিস্তান, অ্যান্ড দ্য বম: ডিবেটিং নিউক্লিয়ার স্ট্যাবিলিটি ইন সাউথ এশিয়া’বইয়ের সহ-লেখক এবং ‘দ্য চ্যালেঞ্জ অব নিউক্লিয়ার সিকিউরিটি: ইউএস অ্যান্ড ইন্ডিয়ান পার্সপেক্টিভ’ বইয়ের সহ-সম্পাদক ছিলেন।

তার বিভিন্ন কাজ ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি’, ‘সিকিউরিটি স্টাডিজ’, ‘এশিয়ান সার্ভে’, এবং ‘ওয়াশিংটন কোয়াটার্লি’র মত শীর্ষ অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’, ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্ট’ ও ‘রিয়েলক্লিয়ার পলিসি’র মত সাময়িকীতেও তিনি লেখালেখি করেছেন।

কাপুর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status