মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মো. রাসেল মিয়া, মুরাদনগর
|
![]() মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনের আয়তনে ছাত্রীদের কবিতা আবৃতি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী হাফেজা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নারী ও কন্যা শিশুদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তারা আরো বলেন, কন্যা শিশুরা যেন, নিজেদের কে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যেন প্রতি টি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |