পাইকগাছায় কর্তৃক আয়োজিত ইউএফডি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে তালাকে হারিয়ে মনিরামপুর জয়ী
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় কর্তৃক আয়োজিত ইউএফডি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে তালাকে হারিয়ে মনিরামপুর জয়ী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা কয়রা)ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। এস এম নাজির আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এ্যাডঃ সুমন আহমেদ, মেসের আলী সানা। সাতক্ষীরার তালা থানা বনাম যশোর মনিরামপুর থানা মধ্যোকার খেলায় মনিরামপুর থানা ১ শূন্য গোলে জয়লাভ করে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির শেখ হাবিব,মুনসুর আলীগাজী,আঃমজিদ মিস্ত্রি, বাবু সামাদকামাল হোসেন,সেকেন্দার গাজী, তকিম গাজী, আবু হেনা খোকন, আঃ রব, ইমান আলী, তৈয়বুর রহমান, আজিজ মোড়ল বাচ্চু গাজী, সাদ্দাম হোসেন, সাংবাদিক আহমেদ আলী বাচা,কেরামত মোড়ল, মাসুম গাজী, সাদেক গাজী, তানভির আহমেদ, মো তিতাস মন্ডল, শহীদুল মোড়ল, ইউনুচ আলী মোড়ল, মাহবুব সরদার, ইয়ামিন সানা, খোকন মোড়ল, হাফিজ গাজী, সাবেক মেম্বর বজলু মোড়ল, ফয়জুল্লাহ গাজী, শিক্ষক বাবু মাষ্টার, মোমিন তাওয়ালী, কালাম গাজী প্রমুখ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |