ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
সড়কের পাশে পাগলির কুলে ফুটফুটে নবজাতক
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 8 October, 2025, 7:21 PM

সড়কের পাশে পাগলির কুলে ফুটফুটে নবজাতক

সড়কের পাশে পাগলির কুলে ফুটফুটে নবজাতক

পাগলি পান চিবুচ্ছেন, সেই সাথে হাসছেন। কোলে নবজাতককে আদর ছাড়াও মাঝে মধ্যে চুমু খাচ্ছেন। কেউ সন্তানকে কোলে নেওয়ার আগ্রহ দেখালে আগলে রাখছেন। কেউ বলছেন তিন দিনের আবার কেউ বা বলছেন পাঁচদিন আগে জন্ম নিয়েছে ছেলে সন্তান। 

মহাসড়কের পাশে একটি গাছের নিচে বসে রয়েছে। আশেপাশে বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। মশামাছি ভনভন করছে। উৎসুক লোকজন দেখছেন। পাগলিকে করছেন নানা প্রশ্ন। কেউ জানতে চাইছেন এই সন্তানের পিতা কে? আবার কেউ জানতে চাইছেন কতদিন আগে জন্ম নিয়েছে। নামই বা কি। এতোসব প্রশ্নে জর্জরিত হলেও পাগলী সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে জানাতে পারেননি তাঁর এই সন্তানের বাবার পরিচয়।

বুধবার সকালে এমন দৃশ্য দেখা গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার সামনে। মানসিক ভারসাম্য হারানো নারীর কোলে জন্ম নেওয়া নবজাতকের লালন-পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কেউ ওই নারীর পরিচয় জানে না। তবে অনেকে তার নাম ময়না বলে জানান। তবে তা আসল নাম নাকি এমনিতেই প্রচলন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নবজাতকের বাবার পরিচয়ে কেউ এগিয়ে আসেনি।

স্থানীয়রা জানায়, এই মেয়েটি মাস তিনেক আগে সন্তান সম্ভবা হয়ে এদিক সেদিক ঘুরতো। এরপর অনেকেই নান্দাইল চৌরাস্থা এলাকায় দেখতে পেয়েছেন। এরপর গত দুইদিন ধরে ফের নান্দাইল সদরে আগমন ঘটে। এখন কোলে নিয়ে আছেন নবজাতককে। কোথায় সন্তান প্রসব করেছে জানতে চাইলে শুধু হাসে। আর একেক সময় একেক কথা বলে। 

নাম কি রেখেছন জানতে চাইলে বলেন, শুক্কুইরা । এই সন্তানের বাবা কে জানতে চাইলে পাগলি উপস্থিত সকলকে ইশরা দিয়ে দেখায়। আর ওই সময় উচ্চস্বরে হাসতে থাকে। এ সময় উপস্থিত অনেকেই দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। ওই সময় এক নারী সন্তানকে একবারে নেওয়ার আগ্রহ দেখালে পাগলি রাগান্বিত হয়ে আক্রমনের চেষ্টা করেন। তখন আরও জুরেসুরে সন্তানকে নিজের পড়নের জামার ভিতরে প্রবেশ করান।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন,ওই নারীকে খোঁজ করে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status