পাইকগাছায় ক্যান্সার আক্রান্ত মহিফুল বেগমের পাশে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় ক্যান্সার আক্রান্ত মহিফুল বেগমের পাশে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন বুধবার (অক্টোবর) ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মহিফুল বেগমের হাতে খাবার সামগ্রী ও চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন উপজেলার আলমতলা গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোঃ শরিফুল ইসলাম খোকন সানা, মাসুদ সানা প্রমুখ। জানা গেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা মরহুম আহম্মদ ঢালীর স্ত্রী মহিফুল বেগম দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ জীবনযাপন করছেন। একমাত্র ছেলে ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছে, আর এক কন্যার বিয়ে হয়ে গেছে। নিজেদের কোনো জমি-জমা না থাকায় চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের জন্য সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তারা খাবার ও চিকিৎসার খরচ জোগাতেও হিমশিম খাচ্ছেন। ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই, ইনশাআল্লাহ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |