ইসলামী ব্যাংকের চাকরি হারালেন স্ত্রী, স্ট্রোকে স্বামীর মৃত্যু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ইসলামী ব্যাংকের চাকরি হারালেন স্ত্রী, স্ট্রোকে স্বামীর মৃত্যু নিহতের নাম লিটন দাশ (৪৮)। লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। লিটনের স্ত্রী ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখার সহকারি অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত। গত রবিবার রাতে অর্পনাকে টার্মিনেশন করা হয়। জানা গেছে, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন কর্মরত ছিলেন অর্পনা দত্ত। গত রবিবার হঠাৎ করে অর্পনাকে ইসলামী ব্যাংক থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। টার্মিনেশন লেটার পাওয়ার পর অর্পনা তার স্বামীকে নিয়ে চাকরি না থাকার বিষয়টি গোপন করে রবিবার ঢাকার উদ্দেশ্যে পটিয়া থেকে বের হন। ঢাকায় পৌঁছে অর্পনা তার স্বামীকে বলেন- আমার চাকরি চলে গেছে, তাই মালপত্র নিয়ে যেতে আসছি। এ কথা বলার পরেই স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন এবং মঙ্গলবার দিনভর অস্থিরতার মধ্যে কাটান। এরপর লিটনকে বুধবার হাসপাতালে ভর্তি করা হলে স্ট্রোকজনিত কারণে লিটনের মৃত্যু বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান। ইসলামী ব্যাংক সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার (টার্মিনেশনপ্রাপ্ত) আবু তৈয়ব সোহেল প্রতিবেদককে জানান, স্ত্রীকে ব্যাংক থেকে টার্মিনেশন করার খবর পেয়ে টেনশনে স্ট্রোক করে স্বামী মারা গেছে। ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজম্যান্ট এস আলম গ্রুপের অজুহাত দেখিয়ে ইতোমধ্যে ৪ হাজার জনকে টার্মিনেশন করেছে। আবু তৈয়ব সোহেলের বোনকেও গতকাল মঙ্গলবার টার্মিনেশন করা হয়েছে বলে জানাা যায়। টার্মিনেশন হওয়াদের বেশিরভাগের বাড়ি চট্টগ্রাম ও পটিয়ায়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |